Wellcome to National Portal
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

গবেষণাগারে মৃত্তিকা নমুনা বিশ্লেষণ সক্ষমতা বৃদ্ধি করা এবং মৃত্তিকা নমুনা সংগ্রহ থেকে শুরু করে, নমুনাসমুহ গবেষণাগারে পৌঁছানো, সংগৃহীত নমুনা প্রক্রিয়াজাত করে উপাদান সমুহ বিশ্লেষণ, সার সুপারিশ কার্ড প্রস্তুতকরণ, কৃষকের হাতে পৌঁছানো এবং মনিটরিং পর্যন্ত প্রতিটি কার্যক্রমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বল্প সময়ে সেবা প্রাপ্তি নিশ্চিত করা যাতে কৃষকসহ সেবা গ্রহীতাদের সময়, শ্রম ও অর্থের সাশ্রয় হয়। এমএসটিএল এর মাধ্যমে কৃষকের মৃত্তিকা নমুনা বিশ্লেষণ ও সার সুপারিশ কার্ড প্রদান কার্যক্রম  জোরদার ও সম্প্রসারণ করা। মৃত্তিকা নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার, সরেজমিনে ভেজাল সার সনাক্তকরনসহ মৃত্তিকা ও সার ব্যবস্থাপনা বিষয়ক কৃষক ও কৃষি কর্মীদের এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রশিক্ষণ কার্যক্রমসহ মনিটরিং ব্যবস্থা জোরদার করা। আইসিটি ব্যবহার সম্প্রসারণের মাধমে সেবা সহজীকরণ এবং অনলাইন সেবার মান বাড়ানো।