Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার


 ভিশন  মিশন

     ভিশন (Vision):

       *ভূমি ও মৃত্তিকা সম্পদের টেকসই ও লাভজনক ব্যবহার এবং মৃত্তিকা স্বাস্থ্য সুরক্ষা।


     মিশন (Mission):

      *ভূমি ও মৃত্তিকা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে সহায়তা প্রদান।

      *সেবা গ্রহীতার মৃত্তিকা, পানি ও উদ্ভিদ নমুনা পরীক্ষা করে গুণগত মান যাচাইকরণ।

      *কৃষকের মাটির নমুনা পরীক্ষা করে সার সুপারিশ প্রদান।

      *সমস্যাক্লিষ্ট মৃত্তিকা ব্যবস্থাপনায় সহায়তাকরণ।

      *শস্য উৎপাদন বৃদ্ধির জন্য টেকসই পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তাকরণ।       


। যে সকল নমুনা ও তার উপাদান বিশ্লেষণ করা হয়ঃ

ক্রমিক নং

নমুনার নাম

উপাদানের নাম

১।

মাটি

পিএইচ, লবণাক্ততা (ইসি), জৈব পদার্থ, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, জিংক, বোরণ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তামা, লৌহ এবং ম্যাঙ্গানিজ।

     ২।

পানি

পিএইচ, লবণাক্ততা (ইসি), ফসফরাস, পটাশিয়াম, সালফার, জিংক, বোরণ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তামা, লৌহ এবং ম্যাঙ্গানিজ ।

     ৩।

উদ্ভিদ

নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, জিংক, বোরণ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তামা, লৌহ এবং ম্যাঙ্গানিজ।


প্রতিশ্রুত সেবাসমূহ:                                                           

ক্রমিক

নং

সেবার নাম

সেবা প্রদানে সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/

আবেদন ফরম প্রাপ্তি স্থান

সেবার মূল্য  পরিশোধ পদ্ধতি

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, অফিসিয়াল

টেলিফোন  -মেইল

০১

স্থায়ী গবেষণাগারে মাটি ও পানির নমুনা বিশ্লেষণ এবং সার সুপারিশ কার্ড প্রদান।

১৫ (পনের) কার্য দিবস

ট্যাগসহ মৃত্তিকা/ পানির নমুনা ও আবেদন।

মৃত্তিকা নমুনা সংগ্রহ

ডেস্ক/ অফিস/ ওয়েবসাইট

www.srdirl.pabna.gov.bd

 

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ধার্যকৃতমূল্য (ওয়েবসাইট) নগদ/ চালানের মাধ্যমে

বৈজ্ঞানিক কর্মকর্তা

আঞ্চলিক গবেষণাগার, পাবনা।

টেলিফোন-02588845546

E-mail: srdirlpabna@gmail.com

০২

উপজেলা নির্দেশিকার তথ্য-উপাত্তের ভিত্তিতে সার সুপারিশ কার্ড প্রদান।

০৫ (পাঁচ)  কার্য দিবস

লিখিত / মৌখিক আবেদন (জমির অবস্থান ও ফসলের নামসহ)।

মৃত্তিকা নমুনা সংগ্রহ

ডেস্ক/ অফিস

বিনামূল্যে

বৈজ্ঞানিক কর্মকর্তা

আঞ্চলিক গবেষণাগার, পাবনা।

টেলিফোন-02588845546

E-mail: srdirlpabna@gmail.com

০৩

অনলাইন সার সুপারিশ কার্ড প্রদান।

তাৎক্ষণিক  

লিখিত/ মৌখিক আবেদন (জমির অবস্থান ও ফসলের নামসহ)।

সরাসরি

www.srdirl.pabna.gov.bd 

www.frs-bd.com

ওয়েবসাইট থেকে

বিনামূল্যে

ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা

আঞ্চলিক গবেষণাগার, পাবনা।

টেলিফোন-02588845547

E-mail: srdirlpabna@gmail.com

০৪

সরকারি/ স্বায়ত্বশাসিত/ বেসরকারি প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে মৃত্তিকা, পানি ও উদ্ভিদ নমুনার উপাদান বিশ্লেষণ।

১৫ (পনের) কার্য দিবস

ট্যাগসহ মৃত্তিকা, পানি ও  উদ্ভিদ নমুনা

এবং আবেদনপত্র।

মৃত্তিকা নমুনা সংগ্রহ

ডেস্ক/ অফিস/ ওয়েবসাইট

www.srdirl.pabna.gov.bd


সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ধার্যকৃত মূল্য (ওয়েবসাইট) নগদ/ চালানের মাধ্যমে

ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা

আঞ্চলিক গবেষণাগার, পাবনা।

টেলিফোন-02588845547

E-mail: srdirlpabna@gmail.com



  কৃষকের জন্য মৃত্তিকা পরীক্ষার ফি:  

                  (ক) স্থায়ী গবেষণাগারের মাধ্যমে যে কোন সময় মাটির পুষ্টি উপাদান তথা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, জিংক, বোরণ, জৈব পদার্থ, পিএইচ এবং লবণাক্ততা (ইসি) বিশ্লেষণ করে

                      চাহিদামত যে কোন ফসল/ফসল বিন্যাস ভিত্তিক সার সুপারিশের জন্য কৃষকের নিকট থেকে মাত্র ৬৩.০০ টাকা ফি গ্রহণ করা হয়।

                (খ) ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে পূর্ব ঘোষিত নির্দিষ্ট সময়ে পিএইচ, ফসফরাস, পটাশিয়াম, সালফার ও লবণাক্ততা (ইসি) বিশ্লেষণ করে চাহিদামত যে কোন ফসল/ফসল বিন্যাস ভিত্তিক

                    সার সুপারিশের জন্য কৃষকের নিকট থেকে মাত্র ২৫.০০ টাকা ফি গ্রহণ করা হয়।  


 ৫ কৃষক ব্যতীত অন্যান্য ব্যক্তি  প্রতিষ্ঠানের মৃত্তিকাপানি উদ্ভিদ নমুনা পরীক্ষার ফি: 

            সরকার কর্তৃক নির্ধারিত ক্যাটাগরী এবং উপাদান ভিত্তিক ‍ফি (ওয়েবসাইট)।


  অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS): 

  সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তাঁর কাছ থেকে সমাধান না পাওয়া গেলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।

ক্রমিক নং

কখন যোগাযোগ করবেন

কার সঙ্গে যোগাযোগ করবেন

যোগাযোগের ঠিকানা

নিস্পত্তির সময় সীমা

১।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে না পারলে

অভিযোগ নিস্পত্তি কর্মকর্তা (অনিক)

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

আঞ্চলিক গবেষণাগার, পাবনা।

টেলিফোন-02588845546

E-mail: srdirlpabna@gmail.com

০৩ (তিন) মাস

২।

অভিযোগ নিস্পত্তি কর্মকর্তা (অনিক)

সমাধান দিতে না পারলে

আপিল কর্মকর্তা

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা

বিভাগীয় গবেষণাগার, রাজশাহী।

টেলিফোন-০২৫৮৮৮৬৬৮৭৫  

E-mail: srdirajlab@gmail.com

০১ (এক) মাস

৩।

আপিল কর্মকর্তা সমাধান দিতে না পারলে

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট

এর অভিযোগ ব্যবস্থাপনা সেল

পরিচালক

অ্যানালাইটিকেল সার্ভিসেস উইং

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট

কৃষি খামার সড়ক, ঢাকা-১২১৫।

টেলিফোন-০২৫৮১৫৫৯৬৪

  E-mail:director.asw.srdi@gmail.com

০৩ (তিন) মাস